মাসুদ রানা প্রতিনিধি
ভোলা শহরের প্রাণ কেন্দ্র নতুন বাজারের হোটেল নিরালায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে, এটা নতুন নয়, শুধু নিরালা নয় প্রতিটি আবাসিক হোটেলে প্রতিদিন পুলিশে রেড দেওয়া জরুরী বলে মনে করেন।
ভোলার সচেতন সমাজ এবং ভোলা নিউজ এর পরিবার পক্ষ থেকেধন্যবাদ জানাই ওসি (ডিবি) মহোদয় কে তার নেতৃত্বে এই অভিযান চালানোর জন্য এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মধ্য জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কয়সার মিয়ার ছেলে জামাল (৪৫) এবং মৃত্যু সাফিজলের স্ত্রী ফারুল বেগম ও ঐ হোটেল এর ম্যানেজার
আমির হোসেন (৪০) পিতা- কাঞ্চন সাং ফতেয়াবাদ ০১ নং ওয়ার্ড থানা লালমোহন তার সাথে পেয়েছেন নাজমা(৩০) স্বামী- মৃত হানিফ সাং চরখলিফা ০৭ নং ওয়ার্ড থানা- দৌলতখান।