টিপু সুলতান
ভোলাসহ দেশের কোন স্কুল কলেজ মাদ্রাসা নিরাপত্তা নেই মেয়েদের। দুই একদিন পর পরই দেশের কোন না কোন শিক্ষা প্রতিষ্টানের মেয়েরা ধর্ষনে শিকার হয়। কারন একটা মেয়ে ধর্ষন হলে তার বিচার হয় না সে টা দেখে অন্য জন সাহস পায়, এই ভাবে ধর্ষনের সংখ্যা দিন দিন বাড়ছে,বিশেষ করে প্রসাশনের দুর্বলতার কারনে,একজন ধর্ষিতা যখন থানাই যায় অভিযোগ করতে, তখন থানাতে থাকে নিয়ে ড্রামা নাটকের সিরিয়াল তৈরি করে আমাদের অফিস্যার রা,কারন টাকার কাছে আগেই বিক্রি হয়ে যায়,তাহলে অভিযোগ নিবে কি ভাবে,কিছুক্ষন আগে ফেসবুক লাইভে দেখলাম ভোলা দৌলত খান থানা এক দাখিল পরিক্ষার্থীকে ধর্ষন করছে আওমিলিগের চেয়্যারম্যান,থানা তে মামলা করতে গেলে পুলিশ মামলা নিয়েছে তবে লেখা আছে আমি ধর্ষিতা না,এটা লিখে সাক্ষর করে নিয়েছে দৌলত খান থানার অফিস্যার লজ্জাজনক ঘটনা শুধু ভোলাতে নয়,দেশে প্রতিটি জেলাই ধর্ষকের পক্ষে পুলিশ বেশি গুরুত্ব দেয়,প্রভাব শালি আর লাঘব বোয়ালদের পকেটে থাকে কিছু পুলিশ তাই এত সাহস পাই ধর্ষকেরা,মাননীয় প্রধানমুন্ত্রী বলেছিলেন ধর্ষনকারিদের জন্য জিরো টলারের আওতাই এনে শাস্তি দিতে হবে,তাহলে কেন প্রসাশন সেই আইন ফলো করছে না তাই কিছু অসৎপুলিশের কারনে নারিরা নিরাপত্তাহীন।