শিক্ষা প্রতিনিধি #
কোচিং বানিজ্য বন্ধ চোখে পড়ার মত ভূমিকা রয়েছে ভোলা জেলা প্রশাসন, ইতোমধ্যে পড়া মহল্লায় গিয়ে খুজে খুজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন, কোন শিক্ষক কোন কোচিং এ কত টাকা বেতন নেন, কি ধরনের শিক্ষক দ্বারা পাঠদান করান তা খুজছে গোপনে একটি টিম।
এদিকে ৫ জন শিক্ষককে কারাদন্ড দেওয়ার পরপরে বেশির ভাগ কোচিং বন্ধ হলেও বন্ধ হয় নি সরকারি শিক্ষকদের কোচিং বানিজ্য এমনটাই দাবী জানিয়েছেন, বে কোচিং শিক্ষকের এক অংশ।।
এডিসি শিক্ষা ভোলা নিউজ কে সাফ জানিয়েছেন, কোচিং, প্রাইভেট ও শিক্ষা বানিজ্য রোধে মাঠে কঠোর ভূমিকা থাকবে প্রশাসন।।
আসছে বিস্তারিত…. ভোলার শ্রেষ্ঠ কোচিং বানিজ্যিক শিক্ষকদের নামের তালিকা।।