এম হেলাল উদ্দিনঃ
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ১ হাজার ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন রাব-৮ সদস্যরা। এসময় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাব-৮ এর সহকারি পুলিশ সুপার ও ভোলা ক্যাম্প কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার রাতে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোলার লালমোহনের আমরা অভিযান চালিয়ে নিখিল ষ্টোর, মামুন ষ্টোর ও জাহাঙ্গীর ষ্টোর থেকে ১ হাজার ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান রুমি। এছাড়াও জব্দকৃত পলিথিন বিনষ্ট করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়াসহ প্রমূখ।