ভোলা-ঢাকার দুরত্ব ৪ ঘন্টায় আনার প্রত্যয়ে যাত্রা শুরু এ্যাডভেঞ্চার-৫

মনজু ইসলাম/টিপু সুলতানঃ
ঢাকা-ভোলার দুরত্ব ৪ ঘন্টায় কমিয়ে আনার প্রত্যয়ে যাত্রা শুরু করলো দ্রুতগামী ওয়াটার বাস এ্যডভেঞ্চার-৫।
২ জানুয়ারী থেকে ঢাকা – ইলিশা (ভোলা) নৌ পথে দিবা সার্ভিসে ঢাকা সদরঘাট ছেড়ে গেলো এম ভি এ্যাডভেঞ্চার ৫। আজ ৩ জানুয়ারী ভোলার ইলিশা ঘাট থেকে মিলাদ মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোদন করা হয় এ্যডভেঞ্চার -৫ এর এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চ্যায়ারম্যান আব্দুল মমিন টুলু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন। মেসার্স নিজাম শিপিং লাইন্স এর পরিচালক মোঃ নিজাম উদ্দিন,  ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক হোসেন শহিদ সরওয়াদী মাস্টার।

মেসার্স নিজাম শিপিং লাইন্স এর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ক্যাটামেরান জাহাজ টি, আজ দুপুর ২.৩০ মিনিটে ইলিশা (ভোলা) এর উদ্দেশ্যে বিরতিহীন ভাবে ছেড়ে যায় । এতে রাজধানী ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলাতে আসতে ৫ ঘন্টার ও কম সময় লাগবে বলে পরিচালনা কারী প্রতিষ্ঠান থেকে জানা যায়।

চলাচল এর সময়সূচীঃ প্রতিদিন ঢাকা থেকে দুপুর ২.৩০ মিনিট ও ইলিশা (ভোলা) থেকে সকাল ৮.০০ টা।

SHARE