ভোলার ভেলুমিয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩

অনলাইনডেস্ক

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩
জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা
হলেন ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের রফিক জমাদ্দারের
ছেলে জান্নাত (৩০) ছেলে মোঃ কবির (৩৫) তার স্ত্রী নাছিমা আক্তার (৩০)। সোমবার সকালে
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কবির ও জান্নাত জানান, কয়েক বছর আগে তাদের দাদা আকাব্বর আলী জমাদ্দারের থেকে
তাদের পিতা রফিক জমাদ্দার ও মেয়ে জান্নাত নগদ
টাকা দিয়ে তাদের দাদার বসত ঘর, পুকুর,
বাগান ও গাজীর চরে মোট ৪০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিল। কিন্তুু দাদার মৃত্যুর
পর ওই জমিতে গেলে তাদের হুমকী ও মারধর করে আসছে তাদের চাচা নুরু জমাদ্দার (৬০), তার ছেলে
করিম ও চাচী রাহিমা (৪৫)। এ নিয়ে ভোলা আদালতে একটি মামলা চলমান আছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কবির ও জান্নাত তাদের দাদার ঘরে
উঠতে চাইলে চাচা নুরু জামাদ্দার, চাচী রাহিমা ও তাদের ছেলে করিম তাদের পিটিয়ে আহত
করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়াও ওই দিন রাতে
জান্নাত বেগম বাদী হয়ে ভোলা মডেল থানায় চাচা নুরু জমাদ্দার ও চাচাতো ভাই করিমের
বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত নুরু জমাদ্দার ও তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া
যায়নি।
ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা
হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

SHARE