টিপু সুলতানঃ দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস২৪.কম, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ ৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে ভোলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন ঢাকা টাইমস ও এই সময় এর জেলা প্রতিনিধি ইকরামুল আলম।
গত ২৫ নভেম্বর সোমবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন। জিডি নম্বর ১৫৮৯।