চেন্নাই এ্যপোলোতে সাংবাদিক সাথী’র অপারেশন দোয়া কামনা

মনজু ইসলামঃ
আছমা আক্তার সাথী বাংলাদেশের একজন গুনী সাংবাদিক।
ইতিপূর্বে সাংবাদিক,লেখক, শিল্পী ও কলেজ শিক্ষক আসমা আক্তার সাথী আরটিভির পিএম বিটের রির্পোটার ছিলেন। ঢাকা রিপোর্টারস ইউনিটির সদস্য। দ্বীপ জেলা ভোলার সিনিয়র কৃতি সাংবাদিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর আহবায়ক ও মাছরাঙ্গা টিভির ভোলার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবকে বিয়ে করে ভোলাকেই আবাস ভুমি হিসেবে বেছে নেন। সেই থেকে ভোলার মানুষের সুখ দুঃখের সাথে জড়িয়ে গেছেন ঢাকার মিডিয়ার এই ডাকসাইটে আপোসহীন সাংবাদিক। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য গিয়েছেন ভারতের চেন্নাই এ। সেখানে গিয়ে দেখলেন বাংলাদেশের সাধারণ অসহায় রুগীরা নানা ভাবে প্রতারিত হচ্ছে। এই প্রতারণা থেকে বাংলাদেশের, বিশেষ করে ভোলার মানুষকে সচেতন করতে তিনি ‘চেন্নাই ডায়রী’ রচনা করেন। আজ এই গুনী ও মেধাবী সাংবাদিক আছমা আখতার সাথী চেন্নাই এর এ্যপোলো হাসপাতালে নাক কান গলা বিভাগের ডাক্তার আর বালাজির তত্বাবধানে রয়েছেন। ২৫ নভেম্বর বিকেল ৪ টায় তাকে আপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। পরিবারের পক্ষো থেকে দোয়া কামনা করেছেন বাংলার কন্ঠের ম্যানেজিং এডিটর সাংবাদিক হামিদুর রহমান হাসিব। ভোলা নিউজের পক্ষ থেকে এই গুনী সাংবাদিকের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে। এবং ধারাবাহিক ভাবে আসহায় রোগীদের সচেতনতার জন্য তার লেখা চেন্নাই ডায়রি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ভোলা নিুজের পরিচালনা পর্ষদ। দেখতে চোখ রাখুন ভোলা নিউজে……

SHARE