জামিল হোসেনঃ
যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়েছেন ভোলার জেলা প্রশাসন। ভোলা সদর উত্তরে নাজিউর রহমান কলেজ প্রতিষ্টার পর থেকে এই শিক্ষা বঞ্চিত অবহেলিত জনপদের শিক্ষা বিস্তারে যার অবদান অনস্বীকার্য। সেই প্রিয় শিক্ষক অধ্যক্ষ মাকসুদুর রহমানকে অনেক দেরি করে হলেও যোগ্য সম্মান দেয়ায় ভোলার জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভোলার অভিবাবকরা।
ভোলা জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নাজিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান। ভোলা সদর থানায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে গত ২৪ মার্চ জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি।
মোঃ মাকসুদুর রহমান ২০১১ সনের ২১ মার্চ থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে নাজিউর রহমান কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে এ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৭ সালের ৫ জুলাই প্রভাষক হিসেবে নাজিউর রহমান কলেজে যোগদান করেন। সম্প্রতি তিনি অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে মালয়েশিয়ার নেটিংহাম বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি পেশাজীবী সংগঠন বাকশিস এর জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তার সকল কর্মকান্ডের ওপর বিবেচনা করে তাকে বিচারকরা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। তিনি ভোলা সদরের আলীনগরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা মোঃ আনসারুল হক ও মায়ের নাম আনোয়ারা বেগম। ৮ ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়।
এদিকে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ভোলা অনলাইন সাংবাদিক সংস্থা, ভোল নিউজ ডটকম, ভোলা জার্নালিস্ট ফোরাম, সেচ্ছাসেবী সংগঠন বলাকা, স্বপ্ন শিখরসহ বিভিন্ন পেশাজিবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন ভোলার অভিবাবকরা।