হাছনাঈন আহমেদ।।দীর্ঘ সংগ্রাম ও অপেক্ষার অবসান ঘটিয়ে আওয়ামী দুঃশাসনের শিকার ভোলার মানবিক ডাক্তার ডাঃ শরীফ আহমেদ (পিন্টু) সরকারি চাকরিতে পুনরায় বহাল হয়েছেন। আজ বুধবার (০২ জুলাই ২০২৫) তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে তার যোগদানপত্র দাখিল করেন।
চাকরি থেকে দীর্ঘ ৮ বছর সময় বরখাস্ত থাকা অবস্থায় ভোলাবাসী যেভাবে তার পাশে ছিলেন—ভালোবাসা, মানসিক সমর্থন ও সাহস দিয়েছেন—তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডাঃ শরীফ বলেন, এই দীর্ঘ লড়াইয়ে ভোলাবাসীর সহানুভূতি ও ভালোবাসা আমাকে টিকে থাকার শক্তি দিয়েছে। আমি তাদের কাছে ঋণী।
তিনি সবার কাছে তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও ভোলার মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকতে পারেন।
ডাঃ শরীফ আহমেদের পুনরায় সদর হাসপাতালে যোগদানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। তারা বলেন, একজন সৎ, মানবিক ও জনবান্ধব চিকিৎসককে আবার পাশে পাওয়াটা আমাদের জন্য গর্বের।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন