টিপু সুলতান।। ভোলার কিচেন মার্কেটে ডিম ব্যবসায়ী মুরাদের উপর হামলার ঘটনায় ৩জন গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন অভিযুক্ত ইয়ামিন, ফারুক হোসেন ও নাছির উদ্দিন। তাদের বিরুদ্ধে ভোলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ।
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন, সোমবার রাতে ভোলা শহরের কিচেন মার্কেটের ডিম ব্যবসায়ী মুরাদের কাছে ডিম কিনতে জান জহির নামে এক ব্যক্তি। তখন জহির মুরাদকে বাছাই করে ডিম দিতে বলেন। কিন্তু মুরাদ তা দিতে অপারগত প্রকাশ করেন। কেন বাছাই করে ডিম দিতে পারবে না এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সেখান থেকে জহির বের হয়ে তার অন্য সহযোগি ইয়ামিন, ফারুক হোসেন ও নাছির উদ্দিনকে সাথে নিয়ে এসে মুরাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ইয়ামিন মুরাদের পিঠে ধারালো চাকু দিয়ে পোচ দেয়। এতে মুরাদ গুরুত্বর আহত হয়। ওই রাতেই এমন একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষতিনকভাবে পুলিশের টহলরত একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়ামিন, ফারুক হোসেন, নাছির উদ্দিনকে আটক করে ভোলা পুলিশ। আটককৃতরা সকলেই ভোলা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মুরাদের বাবা বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এমনটািই জানিয়েছেন ওসি হাসনাইন পারভেজ।