মোঃ সবুজ।। ভোলার মনপুরায় সাপের কামড় খেয়ে রীতিমতো সাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইউনুস ব্যাপারী নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি।
রবিবার (২৯ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ইউনুস ব্যাপারী ওই এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী ছিলেন।ইউনুস ব্যাপারীর ছেলে শিহাব উদ্দিন জানান, রাত ১০টার দিকে বাসায় এশারের নামাজ শেষে জুতা পায়ে দেওয়ার সময়ে বাবাকে একটি বিষধর গোখরা সাপ কামড় দেয়। সাপটি দেখতে পেয়ে তরিগড়ি করে আমরা মেরে ফেলি। পরে সাপটি সঙ্গে করে রাত ১০টায় হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বিষ ছড়িয়ে পড়ে তার পুরো শরীরে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন