নিউজ ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় যুবসংহতি ভোলা পৌরসভা ১নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় পৌরসভা ১নং ওয়ার্ড শিল্পকলা হল রুমে পৌর ওয়ার্ড যুবসংহতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিজেপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলা সভাপতি মোঃ আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মজুমদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নূরনবী, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল সর্দার, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, মোঃ সৌরভ হোসেন শাওন, মোঃ আলাউদ্দিন বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বাবু, সদস্য ইসমাইল হোসেন আরিফ, মোঃ কামরুল ইসলাম, পৌর যুব সংহতির আহবায়ক মোঃ মাহেদুর রহমান শুভ, সদস্য সচিব মোঃ দুলাল, সদস্য মোঃ সিরাজ, মোঃ পাবেল, মোঃ হেলাল, মোঃ হানিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম রতন বলেন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রাণ যুব সংহতি ভোলার উন্নায়নের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত করার লক্ষে ভোলা জেলা উপজেলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যুবসংহতির সকল নেতা কর্মীদের হাতে হাত রেখে, কাধে কাধ রেখে এক জোট হয়ে কাজ করার আহবান জানান।
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানের মূল অংশ হিসেবে আনোয়ার হোসেনকে সভাপতি, মোঃ বাবুলকে সাধারণ সম্পাদক ও মোঃ মাকসুদকে সাংগঠনিক সম্পাদক করে যুবসংহতি ১নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করেন পৌর যুবসংহতির আহবায়ক মোঃ মাহেদুর রহমান শুভ। এসময় সেখানে বাংলাদেশ জাতীয় পার্টি জেলা, পৌর শাখা, জেলা যুবসংহতি, পৌর যুবসংহতি ও ১নং ওয়ার্ড যুবসংহতির বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন