মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) দুপুর ১ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে দুপুর ২ টায় মির্জাখালু নৌ-পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে মনপুরা থানা পুলিশ। তবে লাশটি শনাক্ত করতে পারেনি পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন