নিউজ ডেস্ক।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
রবিবার (১৫ জুন) দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারিকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি-সম্পাদক দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুই পক্ষের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে।
দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায়-অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারি, বেপারির ছেলেরাসহ একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়াড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলে। এছাড়া হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দিয়েছে শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ বা জিডি করেনি।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন