ষ্টাফ রিপোর্টার॥
ভোলায় সাংবাদিক জাকির’কে হত্যার হুমকি !!ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
ষ্টাফ রিপোর্টার॥
ভোলায় ছাত্রদল পরিচয়দানকারী ক্যাডার “টোকাই রাকিব” কর্তৃক ডিবিসি টিভির ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম জাকির’কে হত্যার হুমকির ঘটনা ও ছাত্রদলের মিছিল থেকে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানসহ গণমাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আজ শুক্রবার (১৩ জুন) ভোলা প্রেসক্লাবে সাংবাদিকরা প্রতিবাদসভায় মিলিত হন। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিক জাকির’কে হুমকিদাতা ছাত্রদল ক্যাডার “টোকাই রাকিবকে’ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছন। প্রতিবাদ সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা জেলা ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য,বৃহস্পতিবার (১২ জুন) ছাত্রদলের আভ্যন্তরীন দ্বন্দ্বের সূত্রধরে ছাত্রদল কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের টার্গেট করে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছিল।
এঘটনায় আয়োজিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক-উমর ফারুক,অ্যাডভোকেট শাহাদাত শাহীন, মাকসুদুর রহমান,আল-আমিন শাহরিয়ার,ইউনুছ শরীফ, মিজানুর রহমান, জসিম রানা,মেজবাহ উদ্দিন শিপু, শিমূল চৌধুরী,এইচএম জাকির, এম হেলাল উদ্দিন, এইচএম নাহিদ,অনিক আহমেদ, আদিল হোসেন তপু,ইকরামুল আলম,শাহীন কাদের,মীর জামাল উদ্দিন তানু ও ইয়ামিন হাওলাদার প্রমূখ।
উল্লেখ্য,গত (১১ জুন) বুধবার উক্ত রাকিব জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন’কে নিয়ে কেনো সংবাদ প্রচার করা হলো এমন কৈফিয়ত চেয়ে সাংবাদিক এইচএম জাকিরকে হুমকি প্রদান করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন