বিশেষ প্রতিনিধি ঃবাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার আওতাধীন ভোলা সরকারি কলেজ শাখার ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। ভোলা জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মানষ ঘোষ শান্ত এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মোঃ শাখাওয়াত হোসেন (কায়েস)-কে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। বাকি ২৪ জনকে সম্মানীত সদস্য করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-এর নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করবেন।
নতুন কমিটির সদস্যদের নাম ও শিক্ষাগত বিভাগ নিম্নরূপ: মোঃ শাখাওয়াত হোসেন (কায়েস) – প্রিলি ম্যানেজমেন্ট (১ম) – আহ্বায়ক, মুহাইমিনুল হক মহিব – রাষ্ট্রবিজ্ঞান (৩য়) – সম্মানীত সদস্য,সাদ খান – ব্যবস্থাপনা (৪র্থ) – সম্মানীত সদস্য, ফারদিন তানজানুল রুদ্র – সমাজকর্ম (২য়) – সম্মানীত সদস্য, শফিকুল ইসলাম তামিম – ফিজিক্স (৩য়) – সম্মানীত সদস্য, মোঃ সাব্বির – সমাজকর্ম (১ম) – সম্মানীত সদস্য,এমদাদুল হক ইশাদ – পদার্থ বিজ্ঞান (১ম) – সম্মানীত সদস্য ,মোঃ রাব্বি হোসাইন – বিএ ডিগ্রী (১ম) – সম্মানীত সদস্য ,মোঃ আরমান – পদার্থ বিজ্ঞান (৩য়) – সম্মানীত সদস্য ,সুমাইয়া আক্তার চৈতি – বিএ ডিগ্রী (২য়) – সম্মানীত সদস্য
,তাছলিম আক্তার শিরিন – সমাজকর্ম ডিগ্রী (২য়) – সম্মানীত সদস্য,মোঃ রেদোয়ান – হিসাববিজ্ঞান (৪র্থ) – সম্মানীত সদস্য,মোঃ সাদ্দাম – সমাজকর্ম (৩য়) – সম্মানীত সদস্য ,সজিব রানা নাহিদ – বিএ ডিগ্রী (৩য়) – সম্মানীত সদস্য,মোঃ রাকিব হোসেন – ইতিহাস (মাস্টার্স) – সম্মানীত সদস্য, লিমন আহামেদ – ইসলামের ইতিহাস (৩য়) – সম্মানীত সদস্য,মোঃ নয়ন – রাষ্ট্রবিজ্ঞান (১ম) – সম্মানীত সদস্য,মোঃ আরিফ – ইতিহাস (মাস্টার্স) – সম্মানীত সদস্য,মোঃ ইসমাইল সাজি – ব্যবস্থাপনা (২য়) – সম্মানীত সদস্য,মোঃ সিহাব উদ্দিন – ব্যবস্থাপনা (২য়) – সম্মানীত সদস্য,সাইফুর রহমান সিফাত – বি.এস.এস ডিগ্রী (৩য়) – সম্মানীত সদস্য,মোঃ সাব্বির হোসেন – সমাজকর্ম (১ম) – সম্মানীত সদস্য,অপর্ণা মিত্র – সমাজকর্ম (৩য়) – সম্মানীত সদস্য, মারিয়া আক্তার – সমাজকর্ম (৩য়) – সম্মানীত সদস্য,বিবি মরিয়ম – ইতিহাস (৩য়) – সম্মানীত সদস্য
কমিটির আহ্বায়ক মোঃ শাখাওয়াত হোসেন কায়েস বলেন, “এই কমিটির প্রত্যেক সদস্য সংগঠন ও দেশের স্বার্থে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে। আমরা গণতন্ত্র, সুশাসন ও দেশপ্রেমের আদর্শকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই।”
আমরা চাই সকল শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত শিক্ষা পরিবেশ তৈরি করতে। এই কলেজে যাতে সবাই ভালোভাবে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাব। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ শান্তিতে ও ভালোভাবে থাকতে পারে।”
ভোলা নিউজ /টিপু সুলতান
মন্তব্য করুন