মো. সবুজ, ভোলা: ‘আমার পন্য আমার দেশ, গরব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টারের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ভোলা শহরের উকিল পাড়ায় হোটেল দ্যা প্যাপিলনের বিপরীত পাশে এই শো-রুমের শুভ উদ্বোধন করা হয়।
শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে মিনিস্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এএসএম সাহাদুজ্জামান বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে মিনিস্টার গ্রুপ। এসব পণ্য আমরা সুলভ মূল্যে দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। মিনিস্টারের পন্য দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে আমাদের সব সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, মিনিস্টারের পন্য ক্রয়ে রয়েছে বিভিন্ন রকমের আকর্ষনীয় পুরস্কার ও মূল্যছাড়। আসন্ন ঈদকে সামনে রেখে রয়েছে হাম্বা অপার ও ফ্রিজ কিনে ফ্রিজ পাওয়ার মত বিশাল সুযোগ। এছাড়াও রয়েছে সহজ কিস্তির ব্যবস্থা।
এদিকে উদ্বোধনের প্রথম দিনেই ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা শেখ ফরিদ নামের এক ক্রেতা একটি ফ্রিজ কিনে ক্র্যাচ কার্ড ঘসে নতুন আরও একটি ফ্রিজ পুরস্কার হিসেবে জিতে নেন।
খুশিতে আত্নহারা ক্রেতা শেখ ফরিদ জানান, দেশের অনেক নামী দামী শো-রুম থেকে বিভিন্ন আইটেমের পন্য ক্রয় করেছি। কিন্তু একটি ফ্রিজ কিনে একই মডেলের আরও একটি ফ্রিজ পুরস্কার পাওয়া আমার জন্য সপ্নের ও ভাগ্যের বিষয় ছিলো। যা আজ আমি পেয়েছি।
আসন্ন ঈদুল আযহায় ভোলাবাসীকে মিনিস্টারের পন্য ক্রয় করতে নিমন্ত্রণ জানিয়েছেন মিনিস্টারের ভোলা শো-রুমের ম্যানেজার মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন