ইব্রাহিম আকতার আকাশ: ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিয়ান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি তাবলীগ জামাতের সঙ্গী ছিলেন।
রোববার (২৫ মে) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার চর পাতিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নাহিয়ান সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে ৪০ দিনের তাবলীগ জামাতে বরিশালের গৌরনদী উপজেলা থেকে চরফ্যাশন এসেছিলেন। তিনি গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা মাসুদ কাজীর ছেলে। গেল ২২ মে তাবলীগ জামাতের ২২ সদস্যের একটি দলের সঙ্গে তিনি চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ির জামে মসজিদে এসেছিলেন।
জানা গেছে, দুপুরের দিকে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সঙ্গী মসজিদের পুকুরে গোসল করতে যায়। এসময় সকলের অগোচরে নাহিয়ান পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যান। পরে সঙ্গীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া ভোলা নিউজকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন