ভোলা প্রতিনিধি॥ আজ ভোলার গরিবের উকিল খ্যাত আইনজীবি এ্যাডভোকেট বিনোদ বিহারী মজুমদারের ১৮তম মৃত্যু বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ৬৮ বছর বয়সে পরলোক গমন করেন।
তিনি ১৯৩৯ সালে ভোলা জেলায় জন্ম গ্রহন করেন। ছাত্র জীবন শেষ করে ১৯৭৫ সালে তিনি ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষক হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছে।
১৯৮০ সালে তিনি এলএলবি পাস করে করে প্রথমে ঢাকা হাইকোর্টে ও পরে ভোলা জজকোর্টে আইন পেশায় যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইনজীবি হিসেবে সুনামের সহিত গরিব অসহায়দের সহায়তা করে গেছেন নিরবিচ্ছিন্নভাবে। ভোলার গরিবের উকিল খ্যাত এই মানুষটি ডিবিসি নিউজ এবং ডেইলী অবজারভারের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক অচিন্ত্য মজুমদারের পিতা।
দিনটি উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও আশীর্বাদ চেয়েছেন ভোলার মানুষের কাছে ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন