ইব্রাহিম আকতার আকাশ, ভোলা: মানুষের সঙ্গে মানুষের অনেক রকমের শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল নামের এক মাছ চাষির পুকুরে বিষাক্ত বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ মে) দিনগত রাতে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৎস্য চাষি সাইফুল্লাহ আবেদীন বাদল ওই ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন।
তিনি জানান, দীর্ঘদিন যাবত তার নিজ পুকুরে সফলতার সাথে মাছ চাষ করে আসছেন। মাছের খামার নিজেই রক্ষণাবেক্ষণ করেন। প্রতিদিনের মত মাছের খাবার দিতে সোমবার বিকেল ৪টায় খামারে যান তিনি। এরপর দেখতে পান পুকুরে বেশ কিছু মাছ মরে আছে। কিছু বুঝে উঠার আগেই পুকুরের সব মাছ মরে শেষ হয়ে গেছে। মাগুর ও কৈ মাছসহ প্রায় আড়াই মণ মাছ মরে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো জানান, কে বা কাহারা রাতের আঁধারে পুকরে বিষ ঢেলে দিয়েছে তা আমি জানিনা। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে ঝামেলা রয়েছে। তিনি ধারণা করছেন পূর্ব শত্রুতার জেরে হয়তো তারাই পুকুরে বিষ প্রয়োগ করে এমন কাণ্ড ঘটিয়েছেন।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজ কুমার সাহা বলেন, ঠিক কি কারনে মাছ মারা গেছে, তা পানি পরীক্ষা করে বলতে হবে। তবে পানি পরীক্ষা করার মেশিন ভোলাতে নেই।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন