মো. সবুজ, ভোলা : ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেড়ে হত্যার উদ্দেশ্য আলম ফকির (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১০ মে) ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলম ফকির ওই গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। অপর দিকে অভিযুক্ত ব্যক্তির নাম কাশেম চৌকিদার। তিনি একই গ্রামের মন্তাজ চৌকিদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলম ফকিরের ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আছেন কাশেম চৌকিদার। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকে কাশেম চৌকিদারকে বার বার জমি ছাড়ার জন্য বলা হলেও তাতে কাশেম কর্ণপাত না করে বিভিন্ন সময়ে আলম ফকিরকে মারধর ও প্রান নাশের হুমকি দেন। পরে শনিবার ভোরে পূর্ব পরিকল্পিত ভাবে আলম ফকিরের উপর হামলা চালায় কাশেম চৌকিদার ও তার স্ত্রী সন্তানরা।
আহত আলম ফকিরের ভাতিজা তুহিন জানান, আমার চাচা ফজরের নামাজ শেষে বাসায় ফেরার সময় তার পথ গতিরোধ করে কাসেম চৌকিদার ও তার স্ত্রী সন্তানরা হত্যার উদ্দেশ্য হামলা চালায়। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরো বলেন, কাশেম চৌকিদার একজন ভূমিদস্যু ও জলদস্যু। তার বিশাল বাহিনী রয়েছে। সে হত্যা ও অস্ত্র মামলার আসামী। সে এলাকায় বিভিন্ন মানুষের সাথে অন্যায় অত্যাচার করে বেড়ায়। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। আমরা যাতে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং আমাদের জমি উদ্ধার করতে পারি সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ দিকে ঘটনার দিন বিকেলে ৪জন কে অভিযুক্ত করে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত কাশেম চৌকিদার এর সাথে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন