কাগজ প্রতিবেদক।।জাল জালিয়াতি করে ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়নের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার করছে একটি অসাধু মহল এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জমির প্রকৃত মালিকরা। রবিবার ভোলা সদর উপজেলার বাপ্তা ১৪ ঘর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চর বৈরাগিয়া সভাপতি নওরোজ বাবুল সম্পাদক আলাউদ্দিন সাজিসহ শতাধিক বাসিন্দা। সম্মেলনে বৈরাগিয়া মৌজার জমি মালিক সমিতির সভাপতি অভিযোগ করে বলেন, প্রায় ৫শতাধিক সদস্য তাদের জমি লগ্নি করে পাওয়া অর্থ ও জমির মালিকানার কাগজপত্র দেন ভোলা সদর উপজেলার বাসিন্দা মোঃ ইলিয়াস, মোঃ মাহামুদুল হক ও আঃ খালেক মেম্বারকে। চরের অধিকাংশ মানুষ সল্প শিক্ষিত হওয়ায় তাদেরকে সহজ সরল পেয়ে উক্ত ব্যক্তিগন ভুয়া কাগজ ও খতয়ান তৈরী করে চরের জমি নিজেদের মালিকানা দাবী করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ৫ শতাধিক মাকিলদের মালিকানা অস্বীকার করে তিন জনের নামে জমির খতিয়ান সৃজন করা হয়। প্রকৃত পক্ষে জমির মালিকানায় রয়েছেন সংবাদ সম্মেলনকারীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এসময় চর বৈরাগীয়ার বাসিন্দা আলাউদ্দিন, কামাল মেম্বার, মনির সাজি, আবু সাইদ বয়াতী উপস্থিত থেকে অভিযোগ করে বলেন, ভুমি দস্যু বাহিনীরা চরের উপর কু নজর দেয়া শুরু করেছে। তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চরের দখল নপয়ার চেষ্টা করছে। ও।রশাসনের কাছ অভিযোগ দিয়েছে কিন্তু তাদের মালিকানার সপক্ষে কোন কাগজ পত্র দাখিল করতে পারে নাই। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জামাল উদ্দিন চকেট এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন