মনজু ইসলাম
রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের প্রতিবাদে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সদের কর্মবিরতী চলছে। এতে পুরো হাসপাতালে অচলাবস্তা নেমে এসেছে।
আজ রোববার সকাল ১১ টা থেকে সেবা কার্যক্রম বন্ধ রেখে এ কর্মবিরতী করছে চিকিৎসক-নার্সরা।
এ সময় চিকিৎসবক নার্সরা তত্ত্বাবধায়কের কাছে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চেয়েছেন।
এদিকে হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
কর্মবিরতীতে থাকা চিকিৎসক নার্সদের অভিযোগ, হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে রোগী টর স্বজনদের দ্বারা বার বার নাজেহাল হচ্ছেন তারা। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে হামলা করা হয় চিকিৎসক নার্সদের। এতে পেশাগত দায়িত্ব পালন ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। তাই নিরাপত্তা এবং হামলাকারিদের বিচারের দাবীতে অনিদিষ্টকালের কর্মবিরতীর ডাক দেয়া হয়েছে।
এদিকে চিকিৎসক নার্সদের নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে জানিয়েছে বলেন, দ্রুতই কর্মবিরতী উঠিয়ে নেয়া হবে।
গত ১১ এপ্রিল স্টোকজনিত কারনে মাকসুদুর রহমান নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক নাইমুল হাসনাতককে মারধর করে রোগীর স্বজনরা। এ ঘটনায় রোগীর স্বজনর ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে কর্সবিরতীতে যান চিকিৎসক নার্সরা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন