মনজু ইসলাম
গজায় নৃশংস ভাবে গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির বিজেপি।
আজ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলা শহরের নতুন বাজারে জাতীয় পার্টির (বিজেপি)’র জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে। এসময় মিছিলটি শহরের বাংলাস্কুল মোড়, সদর রোড, চক বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
গাজায় নৃশংস গণহত্যা মতো বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির নেতারা।
বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির (বিজেপি)’র অঙ্গ সংগঠনের জেলা ও সদর এবং পৌর এবং ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই সময়ে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন