কাগজ প্রতিবেদক ঃ বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
৬ এপ্রিল রবিবার আছর বাদ ভোলার শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ‘র আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ও মরহুমের ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, আমিনুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াত ইসলামীর ভোলা জেলা শাখার নায়েবে আমি র অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ আতাউর রহমান ও সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ভোলার এ কৃতি সন্তান ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলার ঐতিহ্যবাহী বালিয়া মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন। রাজনীতিতে সফল এই নেতা প্রাক্তন এলজিআইডি মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সফল মেয়র এবং আধুনিক ভোলার রুপকার মরহুম নাজিউর রহমান মঞ্জু । বাংলাদেশের স্থানীয় সরকার শাখা ব্যবস্থার জনক বাংলাদেশের সাবেক এই প্রভাবশালী নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এম.কম পাস করেন। প্রথম জীবনে মতিঝিলে তিনি এশিয়াটিক ট্রাভেলের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। রাজনীতির ক্ষেত্রেও তিনি ছিলন সফল। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সংস্পর্শে আসেন।
১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মাস সংসদের সাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন। তৎকালীন সময়ে জাতীয় পার্টি (জাপা)’র মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি চারদলীয় ঐক্য জোটের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) শরীক দল ছিলেন। এছাড়াও ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা সিটিকর্পোরেশনের পূর্বে নাম ছিল ঢাকা মিনিসিপাল কর্পোরেশন তা পরিবর্তন করে তার নাম দেন ঢাকা সিটি কর্পোরেশন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দক্ষতার পরিচয় দেন। এরশাদের আমলে তিনি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী ছিলেন। ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারনে মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন ভোলার মানুষের প্রিয় নেতা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন