চরফ্যাশনে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ।
মনজু ইসলাম
ভোলার চরফ্যাশনে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভ গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাসানচর গ্রামে এঘটনা ঘটে।
এতে আহতরা চরফ্যাশন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জনান, জমি জমা নিয়ে বিএনপির নেতা মো: টিপু সুলতান ও মো: আলমগীরের মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে তাদের মধ্যে সমাঝতার বসার কথা ছিলো। এক পর্যায়ে মো: আলমগীরের পক্ষের লোকজন সময় মত উপস্থিত না হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবির্তক বাঁধে। পরে সংঘর্ষ বাঁধে। ওই সময় বেশ কয়েকজন আহত হয় উভয় পক্ষের। এ ঘটনার রেস ধরে দুপুর থেকে বিকেলে পর্যন্ত আবারও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মোট ২০ জন আহত হয়েছেন। পরে থবর পেয়ে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে আমরা পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।
মন্তব্য করুন