ভোলা নিউজ ডেস্ক।।
ঈদ মানে হাসিখুশি ঈদ মানে আনন্দ আর এ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। অন্যর উপর সহমর্মিতা প্রকাশের মধ্যে দিয়ে ইসলামের ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ভোলা সদর উপজেলায় দুস্থ পরিবার ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার ৩০ শে মার্চ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলা সদর আশ্রাফুল উলূম মাদ্রাসা, বাস টার্মিনালে, অসহায়-দূর্বলদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী সভাপতি মাওলানা সাখাওয়াত আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রকাশনা সম্পাদক মাওলানা মুফতি নাঈম হাসান, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, খেলাফত মজলিস ভোলা সদর থানা এর আহবায়ক, আশ্রাফুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, খেলাফত মজলিস সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উপহার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন