অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে ভোলায় দিনরাত কাজ করে যাচ্ছে ভোলার প্রশাসন। ইতিমধ্যে যাত্রীসেবা নিশ্চিত ও নির্বিঘœ করতে এবং যাত্রী হয়রানি বন্ধের লক্ষ্যে জেলা পুলিশ ভোলা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকা পরিদর্শন যান জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পরিদর্শনকালে তারা পুরো লঞ্চ ও ফেরিঘাট ঘুরে দেখেন এবং ঢাকা-চট্টগ্রাম লক্ষ্মীপুর হতে আগত ও বহি:গামী যাত্রী সাধারণের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি পল্টুনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লঞ্চগুলোতে ঘুরে দেখেন। এসময় ঘাটে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। যাত্রীসেবায় যেন কোন ধরনের অবহেলা বা যাত্রীরা যেন কোন হয়রানি না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।
যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও পরিস্থিতির অবনতি সম্পর্কে পুলিশের নিকট অভিযোগ/অবহিত করতে অনুরোধ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, ভোলা থানার ওসি হাসনাইন পারভেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন