নিজস্ব প্রতিবেদক , ভোলা:
ভোলার দৌলতখান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আউলি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো.শিপন ও তার মা তাজুল বেগম।সামছুদ্দিন ও তার স্ত্রী আঁচিয়া বেগম। তারা সকলেই ওই ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে সামছুদ্দিন ও তার ভাই মো.হারুনের মধ্যে বিরোধ চলে আসছে। পরে
শনিবার সকালে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে সামছুদ্দিন ও তার ছেলে মো. রাজ্জাক,মো. রিয়াজ গংরা ক্ষিপ্ত হয়ে তার ভাই হারুনের ছেলে মো. শিপনের উপর হামলা করে। এসময় হামলায় দুই পক্ষের ৪ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন ,সামছুদ্দিন তার ভাই হারুনকে তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও তা মনেননি সামছুদ্দিন। অভিযুক্ত সামছুদ্দিন আজ সকালে পরিকল্পিতভাবে হারুনের পরিবারের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দুই পক্ষের কেউই এখনো থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন