ভোলা নিউজ ডেস্ক।।
ভোলা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বাদ আসর মুসলিমপাড়া এলাকার ওসমানিয়া জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাইনুদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
ইফতার পূর্ব মুহূর্তে পবিত্র রমযানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান। এসময় তারা বলেন, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তি ও সুশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া তারা বলেন, আমরা আমাদের দলীয় কর্মকা-ের মাধ্যমে মুসলমানদের মধ্যে একতা, সামাজিক দায়িত্ব এবং মানবতার প্রতি শ্রদ্ধা জাগ্রত রাখতে চাই। ইফতার ও দোয়া মাহফিলটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় এবং ভোলা পৌর ৭নং ওয়ার্ডের জনগণের মধ্যে একটি সুগম সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের আরও আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এ সময় ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ জামাল উদ্দিনসহ পৌর নেতৃবৃন্দ, পৌর ৭নং ওয়ার্ড নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ওয়ার্ডের গণ্যমান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাতের মাধ্যমে দেশের শান্তি, মঙ্গল এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন