ফয়সাল আহমেদ / হুমায়ুন কবিরঃ-
ভোলার মনপুরায় রক্ষায় বড়ি বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে আজ ইউনিয়ন ছাত্রদল সম্পাদক মোঃ রাশেদ নিহত হয়েছেন।
মুলত মনপুরা উপজেলায় সাকুচিয়া এলাকায় বেড়ি বাঁধের কাজে বালু সাপ্লাই ও নদী থেকে বালু তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উল্লেখিত ঘটনাটি ঘটে। এ সময় আরো গুরুতর আহত হন রাব্বি (২৫), সামসুদ্দিন (২৮), সোহান, মামুনসহ ৮ জন। বুধবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত রাসেদকে দুপুরে প্রথমে গুরুতর আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জাহিদুল ইসলাম অবস্থা আশঙ্কাজনক দেখে রাসেদকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতে মারা যান রাসেদ।
এদিকে রাসেদের মৃত্যু নিশ্চিত করে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, বালু তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপে এ সংঘাত বাধে। রাতেই থানায় লিখিত অভিযোগ দেন রাসেদের পিতা আবুল কালাম। মিজি গ্রুপের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে বাদীপক্ষ দাবি করেন। হামলায় আহত রাব্বি ও সামসুদ্দিনকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, নদী থেকে বালু তোলা নিয়ে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন