হুমায়ুন কবিরঃ-ভোলার মনপুরা উপজেলায় অবশেষে মিডিয়ার কল্যাণ স্থানীয় এলাকাবাসী ও মনপুরা থানার পুলিশি সহায়তায় হারিয়ে যাওয়া সরকারি ট্যাবটি খুঁজে পেয়ে হস্তান্তর করা হয় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত পরিদর্শক মো: মনির আহমেদের নিকট। অন্যদিকে সরকারি মোবাইল ট্যাব খুজে পেয়ে মনপুরা থানায় জমা প্রদান করায় সততা পুরস্কার প্রদান করা হয় পথিক মোঃ ইউসুফকে। মূলত স্থানীয় এলাকায় মাইকিং, মনপুরা থানা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কর্মতৎপরতা, মিডিয়ায় প্রচার প্রচারণায় পথিক ইউসুফের বিষয়টি নজরে আসে। পরক্ষণে ইউসুফ মনপুরা থানা এসে স্বেচ্ছায় সরকারি মোবাইল ট্যাব জমা প্রদান করেন। পরবর্তীতে পথিক ইউসুফকে উক্ত ভালো কাজের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং মনপুরা থানায় সততা পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানা অফিসার ইনচার্জ আহসান কবির,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোঃ মনির আহমেদ, মনপুরা থানার সাইবার ক্রাইমে কর্মরত এস.আই মিজানুর রহমান, মনপুরা ইসলামী ব্যাংক ইনচার্জ সাংবাদিক হুমায়ুন কবির,ভোলার খবর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ হোসেনসহ মনপুরা থানার অন্যান্য স্টাফ।
উল্লেখ্য, সততা পুরস্কারপ্রাপ্ত মোটর সাইকেল চালক পথিক ইউসুফ মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। পথিক ইউসুফের উক্ত ভালো কাজের জন্য স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন