মনপুরায় বাড়ি বাড়ি গিয়ে নির্ভর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকালে সহায়হীন ২০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও মনপুরা টিম লিডার মো. আারাফাত ইসলাম করিম। ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধনীতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নির্ভর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজিব হাসান রিয়াদ, কেন্দ্রীয় সভাপতি মো. আাসাদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. আল-আমিন। এসময় মনপুরা টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে এই ইফতার সামগ্রীর সহায়তা পেয়ে সকলে নির্ভর ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন