নিজস্ব প্রতিবেদক:
ভোলাঃ ভোলার চরফ্যাশনে এক কিশোরীকে গণ ধর্ষন ও শিশুকে বলৎকারের ঘটনায় অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন, গত বছরের ৬ মার্চ চরফ্যাশনের ঢালচরে এক কিশোরীকে গন ধর্ষন করে ভিডিও ধারন করে ইসমাইলসহ ৫ যুবক। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ভিকটিম থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামী ইসমাইলকে শনাবার রাতে চট্রগ্রামের চাদগাও থানা এলাকা থেকে আটক করে।
এছাড়া ১৪ মার্চ ঘুরতে নেয়ার কথা বলে মসজিদেরর তৃতীয় তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে মোঃ তালহা (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন