ভোলা নিউজ প্রতিবেদক।।
আজ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এবার জেলায় দুই লাখ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসূল খাওয়ানো হচ্ছে। ভোলার সিভিল সার্জন ডা.মো: মনিরুল ইসলাম জানান, উপকুলীয় জেলা ভোলায় আজ ১৫ মার্চ সকাল থেকেই ৭ উপজেলা ও চারটি পৌর এলাকায় শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। তিনি জানান, জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পুরো ক্যাম্পেইন তদারকি করছেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
তিনি আারো জানান, যে সব শিশুর বয়স শুন্যথেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সম্পন্ন হওয়ায় টিকাদানে কোনো ঘারতি নেই।
সিভিল সার্জন জানান, সঠিকভাবে এ ক্যাম্পেইন তদারকির জন্য জেলায় ২৭১ জন স্বাস্থ্য সহকারী, ১২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২২১জন সিএইচসিপি ও ২২১৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। জেলায় সর্ব মোট ১৬৮০ টি অস্থায়ী কেন্দ্র ও ১৬৮৯ টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। দূর্গম চরাঞ্চলে রয়েছে ভ্রাম্যমান টিম, বাস ষ্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতেও ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম কাজ করছে বলেও জানান সিভিল সার্জন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন