মনজু ইসলাম
ভোলাঃ ভোলায় এ বছর ২ লাখ ৮৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম।
জেলা ইউপি আই কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আরও বলেন, আগামী ১৫ মার্চ দিনব্যাপী জেলার সাত উপজেলায় একযোগে এ কর্মসূচী চলবে।
জেলার ৬৭ টি ইউনিয়নে ১৬৮৯ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৩ হাজার ৯’শ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী ২ লাখ ৫৫ হাজার ৬৭০ জনকে লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে।
কোন শিশু টিকা থেকে বাদ যাবে না। মুল ভূ-খন্ডের বাইরে ক্যাম্প বসিয়ে টিকা খাওয়ানে হবে।
মন্তব্য করুন