ফয়সাল আহমেদ, বিশেষ প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে ৩টি অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ ছাড়পত্র না থাকা ও অবৈধবাবে কাঠ পোড়ানোর অপরাধে অভিযান চালিয়ে ইটভাটা ৩টি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ্জমান।
১১ মার্চ মঙ্গলবার উপজেলার দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন) এবং কাচিয়া ইউনিয়নের রাকিব ও এফএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬) কে ২,০০,০০০/— (দুই লক্ষ) টাকা এবং রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) কে ১,৮০,০০০/— (এক লক্ষ আশি হাজার) টাকা এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন এবং ১,০০,০০০/— (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানে অংশ নেয়া ফায়ার সার্ভিস টিম পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান উজ্জামান বলেন —লাইসেন্স ব্যতীত অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিল। জনস্বার্থে আজ ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয় এবং ভাটা বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন