ফয়সাল আহমেদ, বিশেষ প্রতিনিধি :
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ স্লোগানকে সামনে রেখে বোরহানউদ্দিনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার ১০ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চত্বরে দিবসটি পালন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাছির উদ্দিন, বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সহ অন্যান্য অতিথিরা।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন