কাগজ প্রতিবেদক
ভোলা পৌর সভার ৬নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) আছরের নামাজ শেষে শহরের ওয়েষ্টার্ণ পাড়া আদর্শ একাডেমীতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সহিদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। এ ছাড়াও আলোচনায় অংশ নেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, হাফেজ বনি আমিন, মাওলানা আতাউর রহমান। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা কলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনির হোসেন। এ সময় অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন