নিউজ ডেস্ক।।
গত জানুয়ারি মাসে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ পুলিশিং কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় জেলার ১০টি থানার ওসিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্বরূপ পুরস্কার ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আখতার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন ওসি মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, এই অর্জন কেবল আমারই নয়, এটি আমার থানার সকল অফিসার-সদস্যসহ স্থানীয় জনসাধারণের। তাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই এই অর্জন করতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতেও সবাইর আন্তরিক সহযোগিতায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন