ফয়সাল আহমেদ, বিশেষ প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে এমভি মানিক—১ লঞ্চের পাখা পরিস্কার করতে গিয়ে নিখোঁজ হয় ইঞ্জিন ড্রাইভার মো: তাজুল ইসলাম(৫০)।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান— এমভি মানিক—১ এর লঞ্চের পাখা পরিস্কার করতে নদীতে নেমে নিখোঁজ হন ওই লঞ্চের ইঞ্জিন ড্রাইভার মো: তাজুল ইসলাম। নিখোঁজের খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে তারা ফায়ার সার্ভিসের বরিশালে ডুবুরী টিমকে খবন দেন। রাতেই গতকাল বুধবার রাতেই বরিশাল থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি ডুবুরী ইউনিট বোরহানউদ্দিনে এসে পৌছায়। রাতে আলোর স্বল্পতার জন্য কাজ করতে না পারলেও । আজ সকাল ৭ টা থেকেই ডুবুরী ইউনিট কাজ শুরু করেন।
দুপুর ১টার দিকে ২২ ঘন্টা পর পৌর ৯নং ওয়ার্ডে কায়কোবাদ মিয়ার ব্রিকফিল্ড সংলগ্ন খালে নিখোঁজ তাজুলের স্বজনরা লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজন,ডুবুরীদল,ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে খেয়াঘাটে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের বরিশাল অঞ্চলের ডুডুরী মো: রাব্বি শেখ।
বোরহানউদ্দিন থানা পুলিশের জিম্মায় তাজুলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন