বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা করে চিহ্নিত মাদক সম্রাট কে ছিনিয়ে নিয়েছে যুবলীগ নেতা।
মাদক উদ্ধার অভিযানে মাদক কারবারী গ্যাংদের হামলা গুরতর আহত হয়েছে পুলিশ সহকারী উপ—পরিদর্শক কামরুল।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউপি’র কালীর হাট আবাসনের পাশে চিহ্নিত মাদক কারবারী আকবর সহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় থানার পুলিশ সদস্য সহকারী উপ—পরিদর্শক কামরুলের নেতৃত্বে মাদককারবারী আকবর কে আটক করে। এ সময় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমলগীর নেতৃত্বে তার সহযোগীরা হামলা চালিয়ে পুলিশ সদস্য কামরুল কে গুরুতর জখম করে। পুলিশের হাতকড়াসহ মাদক কারবারীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই মাদক কারবারী আকবর ও যুবলীগ নেতা আলমগীরের সম্পর্কে বোন জামাই।
গুরুতর আহত সহকারী উপ—পরিদর্শক কামরুল কে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের পরিবারকেও আইনের আওতায় আনা হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন