টিপু সুলতান।।
ভোলার সদুরচরে বিদ্যুতায়িত হয়ে মো. রাহাত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৩ মার্চ) দুপুর ১টায় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত ওই গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে। চার ভাইবোনের মধ্যে রাহাত ছিলেন তৃতীয়। পেশায় তিনি একজন খামারী ছিলেন।
পরিবার সূত্রে জানাযায়, সকাল থেকে রাহাত তার মুরগীর খামার পরিস্কার করছিলেন। দুপুরের দিকে পানি দিয়ে ধুয়ে খামারটি পরিস্কার করার জন্য পুকুরের পানিতে মটরটি সেট করেন। পরে ঘরে এসে সুইচ দিতে গিয়ে বৈদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন