ইসলাম ডেস্ক।।
আহ্লান সাহ্লান মাহে রমজান” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস-১৪৪৬ হিজরী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি। শনিবার (১ মার্চ) সকাল ১০ টায় শুরু হওয়া র্যালির নেতৃত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারী শত শত ইসলামী জনতার হাতে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন পরামর্শমূলক স্লোগান ও নির্দেশনাবলি সম্বলিত প্ল্যাকার্ড। বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ কারী সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষের কন্ঠে ছিলো রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানদের প্রতি আহবানমুলক বিভিন্ন ইসলামী স্লোগান। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত র্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২ মার্চ (রবিবার) ২০২৫ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন