ভোলা নিউজ প্রতিবেদক।।
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার্থে র্যালী করেছে পূর্ব ইলিশা ইউনিয়ন ছাত্রশিবির। শনিবার বিকেল ৫টার দিকে এই র্যালিটি বের করা হয়। র্যালিটি ফেরিঘাট চত্বর থেকে শুরু হয়ে ইলিশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে আহলান সাহলান মাহে রমাদান, রমজানের পবিত্রতা-রক্ষা করো করতে হবে, মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না চলবে না, খোলা বাজারে চায়ের দোকান-চলবে না চলবে না সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। র্যালীতে মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম লেখা সংম্বলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন