স্টাফ রিপোর্টার:
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কলেজের মাঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তলন, মাঠ ফাস্ট ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন । ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. রুহুল আমীন জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফখরুল আলম (পাশা), শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরিদুজ্জামান । উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বে ১৩টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম শামীম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, দর্শন বিভাগের প্রভাষক মো. ইব্রাহিম খলিল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইখতিয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক হোছাইন মোহাম্মদ জাকির, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা কাকন, গণিত বিভাগের প্রভাষক রাজিব চন্দ্র হাওলাদারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নান ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন