ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন(ভোলা) :
“দেশ বদলাই পৃথিবী বদলাই “তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দুরপাল্লার দৌড় প্রতিযোগিতা মিনি ম্যারাথন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটায় উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা ধরে পাওয়ার প্ল্যান্টের সামনে দিয়ে বোরহানউদ্দিন খেয়াঘাট হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেন। তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
উৎসবমুখর দূরপাল্লার ওই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১৮ বছরের উর্দ্ধে বিভিন্ন বয়সী পুরুষরা।
হাফ ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা ৪ দশমিক ৫০ কিলোমিটার দৌড়েছেন। ম্যারাথন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের সামনে ম্যারাথনে বিজয়ী ১ম স্থান: মো. হুমায়ন কবির, ২য় স্থান: ওমর ফারুক (তুর্জ), ৩য় স্থান: মো. সোহেল সহ দৌড়পাল্লায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান—উজ্জামান। এ সময় তিনি বলেন মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন