কাগজ প্রতিবেদক।।

ভোলা সদর উপজেলার ইলিশা জংশনস্থ গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক ভাবে বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক একে এম রুহুল আমিন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাষ্টার নুরুল ইসলাম, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, নিউজ ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজ সুমন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, দৈনিক ভোরের আলোর ভোলা প্রতিনিধি শফিকুল ইসলাম খান প্রমূখ।