পেয়ার ইসলাম নূরউদ্দিন
ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারিছ মাঝির দোকান সংলগ্ন এলাকার আঃ হাসিম হাওলাদার বাড়ির মোঃ আমির হোসেন এর বসতঘর পুড়ে ছাই। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৯টায় এই ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা প্রায় ২ লক্ষ্য টাকা ছাই হয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ভোলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,হঠাৎ ঘরের মধ্যে আগুনের ধুয়া দেখতে পায়। মূহুর্তের মধ্যেই ঘরের চারদিকে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে। প্রথমেই স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বিদ্যুৎ থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে এবং এই অগ্নিকান্ডে প্রায় ২ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছেও বলে জানান তারা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন